শহরের দুইটা গান | Shohorer Duita Gaan | Hatirpool Sessions Lyrics

Web-Admin
By -
0

এ যেন এক শহরের ছবি
Signal বাতি বলছে সবইকোথায় জেগে আছে রাতএ যেন এক শহরের ছবিSignal বাতি বলছে সবইকোথায় জেগে আছে রাত
অভিমানগুলো কার ভেতরেজমে আছে এই শহরেহাওয়ায় হাওয়ায় মানুষগুলো যাচ্ছে সরেহাওয়ায় হাওয়ায় মানুষগুলো যাচ্ছে সরে
সূর্যের দিন, বৃষ্টির ঋণজোছনার মায়াSodium রাতে হাঁটতে থাকাপথিকের ছায়া
ও সূর্যের দিন, বৃষ্টির ঋণজোছনার মায়াSodium রাতে হাঁটতে থাকাপথিকের ছায়াপথে পথে signal-বিহীনরাত পেরোলে সামনে সুদিন
অভিমানগুলো কার ভেতরেজমে আছে এই শহরেহাওয়ায় হাওয়ায় মানুষগুলো যাচ্ছে সরে
এ যেন এক শহরের ছবিSignal বাতি বলছে সবইকোথায় জেগে আছে রাতকোথায় জেগে আছে রাতকোথায় জেগে আছে রাতকোথায় জেগে আছে রাতকোথায় জেগে আছে রাত

Post a Comment

0Comments

Post a Comment (0)